শেরানি জেলার সহকারী কমিশনার মাহতাব শাহ ডনকে বলেন, ‘বাস দুর্ঘটনাটি হয়েছে ধানা সার নামের একটি এলাকার কাছে। তিনি বলেন, যাত্রীবাহী বাসটির চালক বাসের গতি বাড়ানোর সময় এটি একটি সরু গিরিখাদে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১১ জন।
মাহতাব শাহ বলেন, বাস দুর্ঘটনার কথা শোনার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়। এরপর লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ শনাক্তের কাজ চলছে।
ঝোব সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট নূরুল হক বলেন, আহত যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অনেকের অবস্থা এখনো গুরুতর। তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।