পাকিস্তানি হ্যাকারদের দখলে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট – DesheBideshe

পাকিস্তানি হ্যাকারদের দখলে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট – DesheBideshe



পাকিস্তানি হ্যাকারদের দখলে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট – DesheBideshe

নয়াদিল্লি, ০৫ মে – কাশ্মীরের পহেলগামে হামলার পর বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানভিত্তিক হ্যাকারদের বিরুদ্ধে।

সোমবার ( ৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই সাইবার আক্রমণের ফলে লগইন তথ্যসহ প্রতিরক্ষা কর্মীদের সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে।

‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামে একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল দাবি করেছে, তারা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের তথ্যভাণ্ডারে প্রবেশ করেছে।

সূত্র জানায়, হ্যাকাররা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটি আপাতত অফলাইনে নিয়ে নিরীক্ষা শুরু হয়েছে। সম্ভাব্য আরও অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে, ভারতের প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৫ মে ২০২৫



Explore More Districts