বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) অনুষ্টিত সমিতির সভায় নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. মোশতাক আহমদ চৌধুরী। মো. নুরুল আমিনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিন্ময় কান্তি দাস।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শরু হওয়া সভার শুরুতে পানি উন্নয়ন বোর্ড সিলেটের মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও সুরা ফাতেহা পাঠ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি চিন্ময় কান্তি দাস, কামরুল হাসান চৌধুরী শাহিন, সড়ক ও জনপথের ঠিকাদার মিলাদ আহমদ মিলাদ, সিলেট সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির সভাপতি মাসুম ইফতেখার রাসুল শিহাব, এলজিইডি ঠিকাদার সমিতির সাবেক সভাপতি রাখাল দে।
পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল মুমিন খোকন চৌধুরী, খালেদ আহমদ শালিক আহমদ, মাহবুব হোসাইন, শামীম আহমদ, মনজুর আহমদ চৌধুরী লিটন, ফেরদৌস আহমদ আশরাফুল হক, ওয়াহিদ বক্ত, আব্দুল্লাহ সাফি শওকত, লাল মিয়া তালুকদার, মোহাম্মদ শাহানসহ আরো অনেক।
সভায় ব্যাপক আলাপ আলোচনার পর উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির (রেজিস্টার্ড নং বি ২০৯৮) ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সভার সভাপতি মোশতাক আহমদ।
নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কামরুল হাসান চৌধুরী শাহীনকে। আর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মো. নুরুল আমিন ও আব্দুল্লাহ শাফি শওকত।
সভায় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।