পাংশায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশী অস্ত্র উদ্ধার |

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশী অস্ত্র উদ্ধার |

 

মো. শামীম হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর যৌখ অভিযানে দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ বাহিনী একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি পাকিস্তানি রিভালবার, ১টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান, ২রাউন্ড ওয়ানসুটার গানের এ্যামোনিশন ও ১টি হ্যান্ড ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

Explore More Districts