চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা এলাকার কেরোয়া গ্রামে চাঁদার দাবিতে প্রবাসীর নির্মাণাধীন ভবনে তালা লাগিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতা অহিদ পাটোয়ারী। এমন অভিযোগ করেছেন নির্মাণাধীন ঐ ভবনের মালিক প্রবাসী মোঃ জসিম উদ্দিন।
তিনি জানান, আমার বৈধভাবে ক্রয়ক্রৃত পাঁচ শতাংশ ২৫ পয়েন্ট জমিতে ভবন নির্মাণের কাজ চলছে। গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১ টায় নির্মাণাধীন ভবনে কাজ চলা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ নেত অহিদ পাটোয়ারী একদল লোক নিয়ে এসে আমার নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এসময় ভাঙচুর চালিয়ে নির্মাণসামগ্রী লুট করে তালা লাগিয়ে দিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা অহিদ পাটোয়ারী একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।
আওয়ামী লীগ সরকারের পতন হলেও সে নিজ এলাকায় তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে নিজস্ব সন্ত্রাস বাহিনী দ্বারা এখনো দাবড়িয়ে বেড়াচ্ছে।
স্থানীয়রা আরো জানায়, প্রবাসী মোঃ জসিম উদাদীন তার নিজস্ব জমির উপর ভবন নির্মাণ করেছিলেন, হঠাৎ চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা অহিদ পাটোয়ারী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে প্রবাসী জসিম উদ্দীনের কাছে পাঁচ লক্ষ চাঁদা দাবি করেন।
তিনি চাঁদা দিতে অস্বীকার করায় ভবনের নির্মাণ সামগ্রী (রড খোয়া ইট বালু) নিয়ে যায় এবং ভবনে ভাংচুর চালিয়ে তালা লাগিয়ে দেন। যাওয়ার সময় চাঁদা না দিলে জসিম উদ্দিন কে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে যে, চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা অহিদ পাটোয়ারীর খুটির জোর কোথায়?
ভবনের মালিক প্রতিবেদককে জানান, ইতিপূর্বে একাধিকবার এ ধরনের ঘটনা তিনি ঘটিয়েছিলেন, আমি গত দুই/আড়াই মাস পূর্বে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি অযথা আমাকে নানাভাবে হয়রানি করায়, চাঁদপুর আদালতে এ বিষয়ে আমি ১৪৪ ধারা জারির আবেদন করেছি।
গত ১৬ ফেব্রুয়ারির ঘটনার পর নতুন করে আমার জান মালের নিরাপত্তা দিয়ে আমি চিন্তিত। তাই আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন, গত ১৬ তারিখের ঘটনায় আমি এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব, ১৮ ফেব্রুয়ারি ২০২৫