পাঁচুরিয়ার নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচনে সভাপতি ছাত্তার ও সম্পাদক বছির

পাঁচুরিয়ার নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচনে সভাপতি ছাত্তার ও সম্পাদক বছির

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী সদর উপজেলাধীন পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দীর্ঘ ৫ বছর পর উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আব্দুস ছাত্তার শেখ সভাপতি ও বছির উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হয়। ভোট গণণা শেষ করে বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যাবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী আঃ ছাত্তার শেখ ছাতা প্রতীক নিয়ে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ ছালাম সরদার চেয়ার প্রতীক নিয়ে পান ৯৮ ভোট। সাধারন সম্পাদক পদে বছির উদ্দিন গরুর গাড়ি প্রতীক নিয়ে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বকর খান বাই সাইকেল প্রতীক নিয়ে পান ৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আক্কাস মোল্লা তালা প্রতীক নিয়ে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ নাসির শেক মই প্রতীক নিয়ে পান ১০৯ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হামজা সরদার, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইমরান মোল্লা, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহান আলী, দপ্তর সম্পাদক পদে মনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ রইচ শেক, প্রচার সম্পাদক পদে আমির হোসেন, এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিল্লাল বেপারী, বাবুল সেক, সহিদুর রহমান, নারু হলদার।

(Visited 1 times, 1 visits today)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Explore More Districts