পাঁচলাইশে গৃহকর্মীর চুরিকাণ্ড : নগদ ১১ লক্ষ টাকা উদ্ধার, আসামি গ্রেফতার – দৈনিক আজাদী

পাঁচলাইশে গৃহকর্মীর চুরিকাণ্ড : নগদ ১১ লক্ষ টাকা উদ্ধার, আসামি গ্রেফতার – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে চুরি হওয়া নগদ ১১ লক্ষ টাকা উদ্ধারসহ গৃহকর্মী মোছা: জান্নাত (২৮)-কে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আহমদ নাসিমুল হুদা (৬৪) গত ১১ মার্চ সকাল ১০টার দিকে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে বাসার চাবি আত্মীয় হাসিনা সুলতানা (৭৮)-এর কাছে রেখে যান। গৃহকর্মী জান্নাত প্রতিদিন চাবি নিয়ে বাসায় প্রবেশ করতেন এবং কাজ শেষে চাবি ফেরত দিতেন।

২৩ মার্চ দুপুর ১টার দিকে ভারত থেকে ফিরে নাসিমুল হুদা দেখেন, তার বেডরুমের স্টিলের লকার খোলা এবং লকারে রাখা স্বর্ণালংকার ও নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এরপর গৃহকর্মী জান্নাত আত্মগোপনে চলে যান।

ঘটনার পর পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযান শুরু করে। ২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেফতার গৃহকর্মী জান্নাত স্বীকার করেছে যে, সে ধীরে ধীরে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

Explore More Districts