পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা

পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা

পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা

দৈনিকসিলেট ডটকম :: পচা ও বাসি খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে সিলেট নগরের পানসী ও পাঁচভাই রেস্টুরেন্টকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ পরিচালিত ভ্রাম্যমান আদালতে অভিযানে নগরের জিন্দাবাজার এলাকার এই দুই রেস্টুরেন্টকে বিপুল অংকের জরিমানা করা হয়।

এরআগে একই অভিযানে ওই এলাকারই ভোজনবাড়ি রেস্টুরেন্টকে সিলগালা করে ভ্রাম্যমান আদালত। এসময় ভোজনবাড়ি থেকে দুজনকে আটকও করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আসা র‍্যাবের বিশেষ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে নগরের জনপ্রিয় এই তিনটি রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে করা হয়।

অভিযানে পানসী ও পাঁচভাই দুই রেস্টুরেন্টেই মেয়াদোত্তীর্ন ও বাসি খাবার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পায় আদালত। ফলে দুই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে ভোজনভাড়ি রেস্টুরেন্টে অভিযান শুরু করে র‍্যাব-৯। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে অভিযানে এসে আমরা খাদ্যের মানে ব্যাপক অনিয়ম পেয়েছি। তাছাড়া ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কাগজপত্র নেই। সকল কিছু মিলে আমরা সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি বন্ধ করে তাদেরকে সময় দিয়েছি। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের দুইজনকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি।

আটককৃত একজন রেস্টুরেন্টের ম্যানেজার ও অপরজন সুপারভাইজার।

পলাশ কুমার বসু জানান, এসব রেস্টুরেন্টে পূর্বে একাধিকবার অভিযান চালালেও কোন কাজ হয়নি।

তিনি জানান, অভিযানে রেস্টুরেন্টগুলোতে এমন অনেক খাদ্য পেয়েছি যেগুলো দুই থেকে তিন দিন আগের।

ডিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Explore More Districts