পলাশে কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের মহা তাবু জলসা অনুষ্ঠিত

পলাশে কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের মহা তাবু জলসা অনুষ্ঠিত

পলাশে কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের মহা তাবু জলসা অনুষ্ঠিত

“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে শেষ হলো ১৪তম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের মহা তাবু জলসা। শুক্রবার রাতে উপজেলা স্কাউটসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (অ্যাডাল্ট রিসোর্সেস) ফেরদৌস আহমেদ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাফিনা রেহমান, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলার প্রাইমারীর ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার প্রমূখ। স্কাউটস সমাবেশে উপজেলার ৩১ টি মাধ্যমিক ও ৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস দল অংশ গ্রহন করে।

Explore More Districts