১১ July ২০২৫ Friday ১২:২২:২২ AM | ![]() ![]() ![]() ![]() |
মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার চেষ্টা করেছেন দুই শিক্ষার্থী। এর মধ্যে অর্পিতা মাতুব্বর (১৫) নামেেরে শিক্ষার্থী আত্মহত্যা করেন।
অপরদিকে জিপিএ ৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে হাসপাতালে ভর্তি আছেন মোরশেদা আক্তার ইমা (১৫) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার(১০ জুলাই)এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর হিজলা উপজেলার দুই ইউনিয়নে পৃথক এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। এর মধ্যে নিহত অর্পিতা মাতুব্বর (১৫) বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪- ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। সে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফল প্রকাশিত হলে অভিমানে সে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
অর্পিতার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, মোরশেদা আক্তার ইমা (১৫) নামের এক শিক্ষার্থী জিপিএ ৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন।
মোরশেদা গুয়াবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোশারফ বিশ্বাস এর মেয়ে এবং ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। গুরুতর অসুস্থ শিক্ষার্থী মোরশেদাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন বলেন, অর্পিতা নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করছেন বলে তিনি শুনেছেন।
এটা আসলেই একটা বেদনাদায়ক ঘটনা।
ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার জানান, মোরশেদা আক্তার ইমা নামে এক শিক্ষার্থী জিপিএ ৫ না পাওয়ায় আত্মহত্যার চেষ্টার করেছেন। সে এখন বরিশাল শের- ই বাংলা মেডিকেলে শঙ্কা মুক্ত আছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃমহিউদ্দিন শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানেন না বলে জানান।
হিজলা থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম বলেন,এসএসসি পরীক্ষায় ফেল করা নিহত অর্পিতা নামে শিক্ষার্থীর লাশ ময়দানে তদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |