পরাজিত মেম্বর প্রার্থীর হামলায় কুলখানী পন্ড
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের হামলায় তৈয়াবুর রহমান মোল্লা ওরফে তৈয়াব মহাজনের বাড়ির কুলখানীর অনুষ্ঠান পন্ডের অভিযোগ উঠেছে। শুক্রবার তৈয়াব মহাজনের বড় ছেলে নূর ইসলাম মোল্লার স্ত্রী মরহুমা রাজিয়া বেগমের কুলখানী অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কংশুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
হামলাকারীরা ওই বাড়ির গৃহবধূ,বৃদ্ধ সহ অন্তত ৫ জনকে মারপিট করেছে। বাড়িঘর ভাংচুর করে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়েছে। এছাড়া কুলখানী অনুষ্ঠানের চেয়ার, প্লেট সহ অন্যান্য মালামাল ভেঙ্গে ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী তৈয়াব মহাজনের ছেলের স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, গত ১ জানুয়ারী আমার বড় জা রাজিয়া বেগম মারা যান। শুক্রবার আমার জা’র কুলখানীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার বাড়িতে টেবিল, চেয়ার, প্লেট সহ ডেকরেটারের মালামাল আনা হয়। বিকেলে বাড়ির পুরুষরা এ জন্য বাজার করতে গোপালগঞ্জ শহরে যান। এ সুযোগে পরাজিত মেম্বর প্রার্থীর নেতৃত্বে ২৫/৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তাদের হামলার ভিডিও ধারন করার সময় তারা আমার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। আমাদের বাড়ির নারীরা এগিয়ে আসলে তাদের মারধর করা হয়। এছাড়া আমার বৃদ্ধ শ্বশুর তৈয়াব মহাজন (১০৬), ভাশুর নূর ইসলাম মোল্লা (৭০) তার ছেলে আশরাফ সহ ৫ জনকে মারপিট করা হয়। তারা আমাদের বাড়িঘর ভাংচুর করে। নগদ টাকা, মোবাইল র্স্বণার্লকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া কুলখানীর চেয়ারর সহ সব মালামাল ভাংচুর করে। এ কারণে কুলখানী পন্ড হয়েছে।
ওই বাড়ির গৃহবধূ নাহিদা বেগম বলেন, গত ৫ জানুয়ারী আমাদের ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমাদের ভাগ্নে ইয়াছির আরাফাত মেম্বর নির্বাচিত হন। পারজিত মেম্বর প্রার্থী মেজবাহ সরদারের লোকজন বিজয়ী মেম্বরের চাচাকে ওবায়দুল ফকিরকে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে বিজয়ী মেম্বরের লোকজন পরাজিত মেম্বরের সমর্থকদের ওপর চড়াও হয়। এর জের ধরে বিকাল সাড়ে ৪ টার দিকে পরাজিত মেম্বরের লোকজন আমাদের বাড়িতে হামলা করে।
অভিযুক্ত পারজিত ইউপি মেম্বর প্রার্থী মেজবাহ সরদার এলাকায় গন্ডগলের কথা স্বীকার করে বলেন, দু’ পক্ষের হামলা পাল্টা হামলার সময় হয়তো ওই বাড়িতে এ ঘটনা ঘটতে পাবে। তবে আমরা কুলখানী পন্ড করিনি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #
এ জাতীয় আরো খবর..