- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে ডেভিল গ্রেফতারের একদিন পর এলাকায় !
পবিপ্রবি‘র গাছ কাটার দায়ে মেম্বারসহ আটক ২
- আপডেট টাইম : মার্চ, ৪, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
- 14 পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপিসদস্য সৈয়দ মো: বাদল ও আবু রায়হান নামের ২যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে যায়।
থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, গত সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তল ভবনের পাশে অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাদল ও লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ যুবক। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ: মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০২/৩মার্চ ২০২৫)।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদ্বয়কে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।