পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা পালন উপলক্ষে ফরিদপুর জেলা জাকের পার্টি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আজ সোমবার বিকেল চারটায় স্থানীয় স্বপ্ন ছোয়া কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু,সাধারণ সম্পাদক শাহিদ শিকদার,সদর উপজেলা শাখার সভাপতি ফকির আব্দুল মান্নান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,ভাংগা উপজেলা শাখার সভাপতি আলমগীর কবির,সাধারণ সম্পাদক বায়োজিদুর রহমান,নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ডা: ফজলুল হক,সদরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক ব্যপারী, মধুখালী উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় বক্তারা সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা পূর্বক বলেন বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাকের পার্টির বিশেষ ভূমিকা পালন করতে হবে। অন্যান্য বছরের তুলনায় এ বছরের পবিত্র ঈদুল আজহার বিশেষ গুরুত্ব রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুয়ায়ী সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Explore More Districts