পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডএ শ্রমিক বিক্ষোভ – Daily Gazipur Online

পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডএ শ্রমিক বিক্ষোভ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ১৯ দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল দশটার দিকে টঙ্গীর তিস্তাা গেট এলাকায় কারখানাটির প্রধান ফটকের বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ প্রায় আড়াই হাজার শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানায়, রোববার সকালে কারখানাটির প্রায় দুই হাজার পাঁচ শ জন শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁরা তাদের ১৯ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে কারখানাটির সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে তারা।
শ্রমিকদের ১৯ দফা দাবির মধ্যে আছে, সাধারণ কর্মঘণ্টা আট ঘণ্টা নিশ্চিত, নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন, অস্থায়ী শ্রমিকদের ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ, স্থায়ী শ্রমিকদের বেতন ২০ হাজার ৫০০ টাকা ও অস্থায়ী শ্রমিকদের হাজিরা বোনাস ও ঈদ বোনাস পাঁচ হাজার টাকা, নৈশকালীন কাজের মজুরি পাঁচ শ টাকা, প্রতি বছর শেষে উৎপাদন বোনাস প্রদান, পরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ প্রভৃতি।
শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় গতকাল বিকেল পষর্ন্ত তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আসিফ হাসনাত বলেন, শ্রমিকদের সব দাবি যৌক্তিক নয়। আমরা তাদের অধিকাংশ যৌক্তিক দাবি মেনে নিয়েছি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আমরা কারখানায় এসেছি। মালিকের সঙ্গে আলোচনা চলছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts