পন্ত কতটা গিলক্রিস্ট, কতটা পন্ত

পন্ত কতটা গিলক্রিস্ট, কতটা পন্ত

পন্তের গল্পটা ভিন্ন। দেশ থেকে বিদেশে, যেখানেই খেলেছেন, এই অল্প সময়েই পন্ত পারফর্ম করে দেখিয়েছেন। পন্ত এমন এক সময় খেলছেন, যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টিকে থাকতে দলগুলো রেজাল্টমুখী উইকেট তৈরি করছে। অভিষেকের পর থেকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পন্ত।

শীর্ষে থাকা বিরাট কোহলির চেয়ে তিনি পিছিয়ে আছেন মাত্র ২৩৬ রানে, অথচ কোহলির চেয়ে ১৭ ইনিংস কম খেলেছেন। পন্তের টেস্ট গড় ৪৪.৪, আর স্ট্রাইক রেট ৭৪.০৩, যা তাঁর অভিষেকের পর টেস্টে শীর্ষ ১৫ রান সংগ্রাহকের মধ্যে সর্বোচ্চ।

পন্ত গিলক্রিস্টকে ছাড়িয়ে যাবেন কি না, সেই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে এখনই যে তাঁর নামটা গিলক্রিস্টের সঙ্গে উচ্চারিত হচ্ছে, সেটিই–বা কম কিসে! বয়স যে মাত্র ২৭!

Explore More Districts