পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদীর শুভেচ্ছা – ময়মনসিংহ প্রতিদিন

  1. স্টাফ রিপোর্টার:পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ সকল সহযোগী প্রতিষ্টান ও ব্যক্তিকে শুভেচ্ছা জানান, মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল কুরআন প্রচার সংস্থা আকপও বাংলাদেশ
    ।তিনি বলেন, আমার পদ্মা সেতু আমার অহংকার।পদ্মা সেতুর মাধ্যমে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর স্বপ্ন পূরণ হয়েছে। এই সেতুর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জিডিপিতে এক শতাংশ যোগ করবে। এই সেতু আমাদের ২০৪১ সালের স্বপ্ন পূরণে আরও একটি বড় ধাপ এই নিয়ে কারও সন্দেহ নেই। পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়, বাস্তবতা। অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার জন্য পদ্মা সেতু বাংলাদেশের গর্ব। বিশ্বব্যাংক এবং তার সঙ্গে আরও কয়েকটি দাতা গোষ্ঠী যখন পদ্মা সেতুতে অর্থায়ন করল না তখন এ দেশের সাহসী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুচিন্তিতভাবে দেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেন।আমার পদ্মা সেতু আমার গর্ব। পদ্মা সেতুর মাধ্যমে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর স্বপ্ন পূরণ হয়েছে। এই সেতুর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জিডিপিতে এক শতাংশ যোগ করবে। এই সেতু আমাদের ২০৪১ সালের স্বপ্ন পূরণে আরও একটি বড় ধাপ এই নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু এই স্বপ্ন পূরণের বাধা দিতে একদল মানুষের স্বপ্ন ছিল যাতে যে কোনো ভাবেই হোক এই পদ্মা সেতুর বাস্তবায়নকে ঠেকানো যায়। আজ বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর স্বপ্ন পূরণের মাধ্যমে তাদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক এই ষড়যন্ত্র গোষ্ঠীরা তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য ফের সক্রিয় হচ্ছে। এই মানুষরা এখন পদ্মাকে যতভাবে খাটো করে দেখা যায় সেভাবে দেখানোর চেষ্টা করছে। পদ্মা সেতু উদ্ভোধনের আগে থেকেই কিন্তু আশপাশের এলাকায় বিনিয়োগ বাড়তে শুরু করেছে। শিল্প প্রতিষ্ঠান নির্মাণের কাজ চলছে দ্রম্নত গতিতে। কৃষি-শিল্প-অর্থনীতি-শিক্ষা-বাণিজ্য সব ক্ষেত্রেই পদ্মা সেতু বিশাল ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৫ শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন।
    তাই পদ্মার দুই পারের মানুষসহ সমগ্র দেশবাসিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে মুজিবীয়া শুভেচ্ছা ও অভিনন্দন। পরিশেষে আমার আবেদন এ-ই দেশকে সুন্দর ও স্বাভাবিকভাবে পরিচালার জন্য সকলের কাছে আহবান।
    মাতৃভাষায় কুরআন বুঝুন মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ গড়ুন সৌজন্যে আল কুরআন প্রচার সংস্থা আকপও বাংলাদেশ

The post পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদীর শুভেচ্ছা appeared first on ময়মনসিংহ প্রতিদিন.

Explore More Districts