মোহাম্মদ সেলিম
পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৫শে জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা
মোঃ মহিউদ্দিন। সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ
সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন,
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম আহাম্মেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাজি মোঃ তোফাজ্জল হোসেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফছার উদ্দিন ভুঁইয়া।