পদ্মা-মেঘনায় ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষেধ

পদ্মা-মেঘনায় ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষেধ

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদীতে ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় মা ইলিশ ডিম ছাড়ে এবং দেশের নদ-নদী ও সাগরে ইলিশের প্রজনন ঘটে সবচেয়ে বেশি। তাই এ সময়টাকে বলা হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞার

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

তিনি জানান, এ সংক্রান্ত জেলা টাস্কফোর্সের মিটিং ২৮ অক্টোবর, ২০২৫ বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

এদিকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে বৃহস্পতিবার দুপুরে সরজমিনে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে সড়কযোগে ইলিশের আমদানি কিছুটা বেড়েছে। কিন্তু ছোট ছোট ইলিশের দাম কিছুটা কম হলেও বড়ো ইলিশের দাম অপরিবর্তিত।

ব্যবসায়ী ও জেলেরা জানান, প্রজনন মৌসুমের কারণে নদীতে ইলিশ মাছ আসতে শুরু করেছে। বর্তমানে ছোট সাইজের মাছ আসছে বেশি। সমুদ্র থেকে মাছ উঠতে শুরু করেছে। দু-তিন দিনের মধ্যে আরো মাছ আসবে। তবে বড়ো সাইজের মাছ একটু পরে আসা শুরু করবে।

ইলিশ মাছের প্রজনন মৌসুমের কারণে নদীতে মাছ আসবে এ আশায় আছেন চাঁদপুর ও শরিয়তপুরের জেলেরা। নিষেধাজ্ঞা শুরুর আগে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন তারা।

স্টাফ করেসপন্ডেট/ ২৬ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts