
সোনাগাজী প্রতিনিধি->>
ফেনীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে ফেরার পথে সোনাগাজী পৌর শহরে নুরুল আফসার নামের ওয়ার্ড যুবদলের এক নেতাকে আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ উদ্দিনের নেতৃত্বে এ হামলা করা হয় বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
মঙ্গলবার রাত আটটার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা নুরুল আফসার ফেনী শহরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে ফিরছিলেন। পরে পুলিশের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
নুরুল আফসার অভিযোগ করে বলেন, মঙ্গলবার ফেনীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফেরার পথে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর তাঁর পথ আটকান সোনাগাজী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ উদ্দিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন। তাঁরা তাঁকে টেনেহিঁচড়ে আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে রড, লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। তাঁর চিৎকার শুনে পাশের সড়ক থেকে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হামলাকারীরা ওই কার্যালয় থেকে বেরিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ উদ্দিন বলেন, সিএনজি স্ট্যান্ডে তুচ্ছ ঘটনার জেরে এক ব্যক্তিকে আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। তিনি বিষয়টি দেখে দ্রুত কার্যালয়ে গিয়ে ওই ব্যক্তিকে তাঁদের হাত থেকে রক্ষা করেন।