পতেঙ্গায় বন্ধুর বাসায় ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২ – Chittagong News

পতেঙ্গায় বন্ধুর বাসায় ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২ – Chittagong News

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. মনজুর আহমেদ মঞ্জু (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া ধর্ষণে সহযোগিতার করার অভিযোগে মঞ্জুর বন্ধু মো. সাইফুলকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রোববার দুপুর ৩টার দিকে ভুক্তভোগী নারীকে পতেঙ্গা থানার হাদীপাড়া শাওনের ভাড়াঘর নিচতলায় ডেকে নিয়ে যায় সাইফুল। রুমে নিয়ে মো. সাইফুল তার বন্ধু মো. মনজুর আহমদের সঙ্গে ভিকটিম নারীকে পরিচয় করিয়া দেয়। পরে সাইফুল ভিকটিমকে রুমে বসার জন্য বলে নিজে বাসার বাইরে চলে যায়। এই সুযোগে মো. মনজুর আহমেদ নারীকে ধর্ষণ করেন।

তিনি বলেন, পরে এই ঘটনায় ভুক্তভোগী নারী পতেঙ্গা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার ১ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

এমএ/সিটিজিনিউজ

Explore More Districts