পটুয়াখালী পৌর মেয়রের কাছে ভারত সরকারের এ্যাম্বুলেন্স হস্তান্তর

পটুয়াখালী পৌর মেয়রের কাছে ভারত সরকারের এ্যাম্বুলেন্স হস্তান্তর

পটুয়াখালী পৌর মেয়রের কাছে ভারত সরকারের এ্যাম্বুলেন্স হস্তান্তর

‘বন্ধুত্বের অবদান বাংলাদেশ-ভারত মৈত্রী, হোক চির অম্লান’ এই প্রতিপাদ্য নিয়ে ভারত সরকার কর্তৃক পটুয়াখালী পৌরসভায় আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়রের কাছে আইসিইউ যুক্ত এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতের সহকারী হাই কমিশনার (খুলনা) শ্রী রাজেশ কুমার রায়না।

ভারত সরকার কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এর প্রতিনিধি সহকারী পুলিশ সুপার আলী আহম্মদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, অতুল চন্দ্র দাস।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এড. কাজল বরন দাস।

রি-এমএমআর/ইভূ

Explore More Districts