পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা- কলাপাড়ার ৪ জন

পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা- কলাপাড়ার ৪ জন

৭ July ২০২৫ Monday ৪:৪৫:৫২ PM

Print this E-mail this


পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা- কলাপাড়ার ৪ জন

সৈয়দ রাসেল, কলাপাড়াঃ পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটিতে কলাপাড়া উপজেলার চারজন সদস্য পদে স্থান করে নিয়েছেন। ছবির ক্রম অনুসারে চারজন হলেন ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম। রবিবার (৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশিত হয়।

কমিটির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে পেশা পরিচালনা করছেন। সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী রাখা রয়েছে ৬ জনকে, তারা হলেন মোঃ বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মোঃ সাইমুম ইসলাম, জিনাত জাহান, মোঃ মঞ্জুরুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ রবিউল ইসলাম মোঃ সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মোঃ হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মোঃ আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মোঃ রাসেল গাজী, মোঃ জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মো: ইলিয়াস, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ আল আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাজিব আকন, এইচ, এম, মাসুদুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন, মোঃ নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মোঃ মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।

জেলা কমিটির সদস্য মাহাবুবুল আলম নাঈম বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে পটুয়াখালীর সকল সাংগঠনিক বিস্তৃতি ঘটাবো ইনশাল্লাহ। এ লক্ষ্যে আমরা পটুয়াখালীর সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং কমিটি গঠনের জন্য কাজ করব। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের কাঠামোগত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণের মধ্যে কাজ করব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts