পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন হ*ত্যা মামলায় রিমান্ডে

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন হ*ত্যা মামলায় রিমান্ডে

২৪ September ২০২৫ Wednesday ৯:০৯:১৫ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন হ*ত্যা মামলায় রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানা এলাকায় হাফেজ মো. মাসুদুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে (মঙ্গলবার) রাতে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বাড্ডা থানাধীন লিংক রোডে আন্দোলনে অংশগ্রহণ করার সময় আসামিদের ছোঁড়া বুলেটে বুকে গুলিবদ্ধ হন মাসুদুর রহমান। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গত বছরের ৯ নভেম্বর বাড্ডা থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts