পটুয়াখালীর দুমকিতে কারেন্ট জালসহ দুইজন আটক, এক মাসের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে কারেন্ট জালসহ দুইজন আটক, এক মাসের কারাদণ্ড

৫ October ২০২৫ Sunday ১:২৯:৩০ AM

Print this E-mail this


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে কারেন্ট জালসহ দুইজন আটক, এক মাসের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলায় অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সময় দু’জনকে হাতেনাতে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কাইয়ুম ফরাজী (৩০), পিতা খলিল ফরাজী এবং মনির খান (৪০), পিতা হাকিম খান। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ তাদের আটক করে। পরে তাদের দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ এর আওতায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদী ও বাজার এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts