পটুয়াখালীতে ৮২ মণ লইট্যা ও ইলিশ মাছ জব্দ

৯ July ২০২৪ Tuesday ১২:৫৯:০৭ PM

Print this E-mail this


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশ মাছসহ দুটি পিকআপ ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। 

অভিযানের সময় ১১ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। কিছু অসাদু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারি ব্যবসায়ীদের তা বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি পিকআপ ভ্যান থেকে ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অসাদু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts