পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের; গুরুত্বর আহত পিতা
১ July ২০২৫ Tuesday ১১:৩০:১০ PM
নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কলেজছাত্র মো. ফাহিম বয়াতি (১৯) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মো. জাকির বয়াতিকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টা বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাংড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের ছাত্র।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে শাকিল, সোহাগ, সানুসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে ফাহিম ও তাঁর বাবা জাকির বয়াতির ওপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফাহিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাহিম কে মৃত ঘোষণা করে। ফাহিমের বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আকতারুজ্জামান জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পটুয়াখালী জেলা বিএনপি:সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত হলেও কাউন্সিলরদের নিয়ে প্রশ্ন!
একদিনে আরও ১৩ জনের করোনা শনাক্ত
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা