পটুয়াখালীতে শিশু সাংবাদিকতায় ৩ দিনের কর্মশালা সমাপ্ত

পটুয়াখালীতে শিশু সাংবাদিকতায় ৩ দিনের কর্মশালা সমাপ্ত

১১ ডিসেম্বর ২০২৩ সোমবার ১২:৪১:৪৫ অপরাহ্ন

Print this E-mail this


প্টুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে শিশু সাংবাদিকতায় ৩ দিনের কর্মশালা সমাপ্ত

পটুয়াখালীতে তিনদিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ হয়েছে।

গত রোববার বিকালে জেলা শহরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে  সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শিশু সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।

এতে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও সাংবাদিক প্রতিনিধি সঞ্জয় দাস লিটু।

কর্মশালায় অংশ নেওয়া শিশু-কিশোরদের উদ্দেশে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, “এই কর্মশালা তোমাদের নিজ নিজ স্বপ্নের পথে এগিয়ে দিবে। আমার যতটুকু সাধ্য, ততটুকু দিয়ে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আমি গতবারও শিশুদের এই অনুষ্ঠানে এসেছি, আজকেও তোমাদের জন্য এসেছি। আশা করি, তোমরাও তোমাদের জায়গা থেকে আমাদের দেশকে সেরাটা দিবে।”

পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী বলেন, “আমরা যখন ছোট ছিলাম তখন হ্যালোর মত প্ল্যাটফর্ম পাইনি। তোমরা এই বয়সেই এত বড় একটা সুযোগ পেয়েছ। এটা তোমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবে, এটাই চাওয়া আমাদের।”

কর্মশালার প্রথম দুদিন প্রশিক্ষক হিসেবে ছিলেন হ্যালোর জুনিয়র সাব এডিটর সাদিক ইভান এবং শেষ দিনে প্রশিক্ষণ দেন ইউনিসেফের প্রশিক্ষক আফরিনা বিনতে আশরাফ ও উম্মে হাবিবা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts