পটুয়াখালীতে বেড়িবাঁধ বিধ্বস্ত, হাজারও মানুষ পানিবন্দি – DesheBideshe

পটুয়াখালীতে বেড়িবাঁধ বিধ্বস্ত, হাজারও মানুষ পানিবন্দি – DesheBideshe



পটুয়াখালীতে বেড়িবাঁধ বিধ্বস্ত, হাজারও মানুষ পানিবন্দি – DesheBideshe

পটুয়াখালী, ৩০ মে – নিম্নচাপের প্রভাবে ও জোয়ারের পানির তোড়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। এসব মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

শুক্রবার (৩০ মে) সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলেও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত এখনও বহাল রয়েছে। মাঝে মধ্যে উপকূলীয় এলাকায় দমকা বাতাস হচ্ছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত দুদিনে ১৮৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাহবুবা সুখী বলেন, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সংকেত বহাল রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে। গত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার এবং গত দুদিনে ১৮৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ দিকে নিম্নচাপের প্রভাবে ও জোয়ারে পানির তোড়ে বৃহস্পতিবার বিকেলে জেলার গলাচিপা উপজেলার পানপট্রি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাঁধ ১৫০ মিটার ভেঙে ৩টি গ্রাম, রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতাবুনিয়া গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পুরো চালিতাবুনিয়া ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে জেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

নিম্নচাপে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ৮৪ টন চাল, শুকনো খাবারের জন্য ৮ উপজেলায় তিন লাখ করে টাকা এবং ঢেউটিন বিতরণের জন্য ৯ লাখ করে টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ মে ২০২৫

 



Explore More Districts