পটুয়াখালীতে প্রবাসীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

পটুয়াখালীতে প্রবাসীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

৫ September ২০২৫ Friday ৩:১৪:২৮ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে প্রবাসীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকান প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় জড়িত মামলার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর।

এর আগে বৃহস্পতিবার তাদের আদালতে হস্তান্তর করা হয়। 

গ্রেফতাররা হলেন: কাওসার, আশীষ ও রিপন সোহাগ। তাদের কাছ থেকে লুটকরা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

লিখিত বক্তব্যে সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের তরিকুল ইসলামের একতলা ভবনে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। এসময় নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার এবং স্যামসাং গ্যালাক্সি-এ ১৩ মডেলের একটি মোবাইল ফোন লুট করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর স্বজন তরিকুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঝিনাইদহের মহেশপুর থানার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে কাওসার, ঢাকার দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ের একটি বস্তি এলাকা থেকে রিপন সোহাগ এবং তাদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌরসভা এলাকা থেকে আশীষ গাইনকে গ্রেফতার করা হয়।

অপর আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts