পটিয়া পৌরসভার উপ-স্বাস্থ্য কেন্দ্রে দুর্ধর্ষ চুরি – Chittagong News

পটিয়া পৌরসভার উপ-স্বাস্থ্য কেন্দ্রে দুর্ধর্ষ চুরি – Chittagong News

চট্টগ্রামের পটিয়া ট্রাফিক অফিসের পেছনে অবস্থিত একটি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে শনিবার (২১ জুন) গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বাস্থ্য কেন্দ্রটির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দুইটি সিলিং ফ্যান, বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জামাদি এবং পিছনের জানালার গ্রিল খুলে নিয়ে যায়।

স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাবলু দাশ জানান, গতকাল রাতে কেন্দ্রটির দরজা ভেঙে প্রবেশ করে মূল্যবান ইলেকট্রিক সামগ্রী ও দুটি ফ্যান নিয়ে যায়। এছাড়া জানালার গ্রিলও খুলে নিয়ে গেছে। চুরির বিষয়টি খুবই উদ্বেগজনক।

তিনি আরও জানান, এর আগে গত ডিসেম্বরে একই স্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছিল। সেই সময়ও থানায় অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু এবারের চুরি পূর্বের চেয়েও বেশি ক্ষতির কারণ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্য কেন্দ্রটির নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা নেই। রাতে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় বারবার চুরির শিকার হচ্ছে প্রতিষ্ঠানটি।

ঘটনার বিষয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts