চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইনজামুল হক জসিমকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকার সুলতান ডাইন রেস্টুরেন্টে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাকে শনাক্ত করেন আন্দোলনকারীরা। পরে তারা পাঁচলাইশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, পটিয়ায় চলমান গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের ওপর হামলা ও গুলি চালানোর নেতৃত্বে ছিলেন ইনজামুল হক জসিম। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক, হত্যাচেষ্টা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, “ইনজামুল হক জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর আইনগত প্রক্রিয়ায় পটিয়া থানায় হস্তান্তর করা হবে।”
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, “গ্রেপ্তারের বিষয়টি জেনেছি। তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ইনজামুল হক জসিমের আটকের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ ফেসবুকে লিখেছেন, “যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরতে পারবে, আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।”
আন্দোলনকারীদের এমন সক্রিয়তায় চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনার ঝড় বইছে।
এমজে/সিটিজিনিউজ