পটিয়ায় র‍্যাবের অভিযানে ৪৪ কেজি গাজা উদ্ধার, আটক ২ – দৈনিক আজাদী

পটিয়ায় র‍্যাবের অভিযানে ৪৪ কেজি গাজা উদ্ধার, আটক ২ – দৈনিক আজাদী

পটিয়ায় সবজির গাড়িতে করে মাদক পাচারের গোপন সংবাদে র‍্যাব-৭ এর অভিযানে ৪৪ কেজি গাজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পিকআপ ভর্তি কাঁচা তরি তরকারির আড়ালে তিনটি চটের বস্তায় করে ১১টি পলি ব্যাগে মোড়ানো সবজির বস্তার আড়ালে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের ড্রাইভার ও হেলপারকে আটক করে র‍্যাব-৭ এর অভিযানিক দল। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক জানা যায়, তারা কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের নিমসা থেকে বিভিন্ন কাঁচা সবজি লোড করে সেখানে এসব সবজির আড়ালে তিনটি বস্তায় গাজা ভর্তি করে। এসব গাজা তারা কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়।

এ বিষয়ে র‍্যাব-৭ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লে: কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুমিল্লা থেকে একটি পিকআপ মাদক ভর্তি করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আমরা সন্দেহভাজন একটি পিকআপকে পিছন থেকে লক্ষ্য করে পটিয়ার মহাসড়কের কালি বাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি চটের বস্তা ভর্তি ১১টি পলি ব্যাগে মোড়ানো ৪৪ কেজি গাজা উদ্ধার করি।

এ বিষয়ে আমরা বিস্তারিত অফিশিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানাবো।

Explore More Districts