পটিয়ায় সিএনজিতে করে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় চার অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের শিকার ভুক্তভোগী হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা ফুরক সওদাগর বাড়ির বাসিন্দা ছগির আহমদের ছেলে নুরুল আলম সুমন (৩৩)।
আটককৃতরা হলেন মোহাম্মদ নবী হোসেন (৩১), মো. নাজিম (২৫), প্রিন্স হাওলাদার (২৯) সাফায়েত উল্লাহ (২৬)।
জানা গেছে, মনসা এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত সুমনকে চাকু ঠেকিয়ে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার পথে শান্তিরহাট এলাকায় যানজটে আটকে যায়। এসময় সুমন চিৎকার শুরু করেন। স্থানীয়রা তার চিৎকার চেচামেচি শুনর এগিয়ে এসে গাড়ি থেকে ৪ জনকে আটক করে গণপিটুনি দেয়। তবে আরেকজন কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজন সিএনজি ট্যাক্সি চালক।
খবর পেয়ে পটিয়া থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ৪ অপহরণকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।