পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই – Chittagong News

পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই – Chittagong News

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের কদল ফকিরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হাফেজ, দিদারুল আলম, আলমগীর, জাহাঙ্গীর, মো. এমরান ও কাসেম। আগুনে তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ছয়টি ঘর পুড়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts