চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার কুসুমপুরা এলাকায় বাসচাপায় সানজিদ রেজা (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) রাতের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সানজিদ রেজা পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিনখাইন এলাকার মো. সেলিম রেজার ছেলে। তিনি চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সানজিদ রেজাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করতে অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী মৃত্যুর বিচার ও মহাসড়কে নিরাপদ চলাচলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমজে/সিটিজিনিউজ