চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে এক হোটেল ব্যবসায়ীকে নিজ বাড়ির সামনেই মারধর করে ১ লাখ টাকার অধিক অর্থ সহ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। মো: শফিউল আলম (৪০) নামের ঐ ব্যবসায়ী উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত দৌলত খাঁনের পুত্র।
ভুক্তভোগী শফিউল আলম জানান, তিনি প্রতিদিনের মত হোটেল থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন৷ তার বাড়ির কাছাকাছি এলে আগে থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে মারধর করে ফিল্মি স্টাইলে টাকা ছিনিয়ে নেয়। এসময় তিনি চিৎকার শুরু করলে এক পর্যায়ে তারা অস্ত্র বের করে মোবাইল ফোনও কেড়ে নেয়।
ঘটনার খবর পেয়ে রাতেই পটিয়া থানার এসআই নয়ন চাকমাসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েও কাউকে গ্রেফতার করতে পারেননি৷
জেএনএন/সিটিজিনিউজ