চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সাড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জসিম উদ্দিন (৩৮) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।
গ্রেপ্তার জসিম জিরি ইউনিয়নের উত্তর দেয়াং কালারপুল এলাকার মৃত বদরুছ মেহের সওদাগরের ছেলে। তিনি কালারপুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
এমজে/সিটিজিনিউজ