জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজ্যুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত পটিয়া উপজেলা ষ্টিয়ারিং কমিটির ৮ম সভাটি আজ ১৫ মে ২০২৫ তারিখ পটিয়া থানার মোড়স্থ ফ্যামিলি কিচেন এন্ড ব্যানকোয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।
“গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় পটিয়া উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা ষ্টিয়ারিং কমিটি পটিয়ায় নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দক্ষিণ চট্টগ্রামের উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ( মাধ্যমিক শিক্ষা অফিস) জনাব বাবুল কান্তি দে। আজকের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা, গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী অর্জন, পরবর্তী করনীয়সহ, জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব বাবুল কান্তি দে জানান, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।
পটিয়া উপজেলার নির্যাতনের শিকার নারীদের সেবা প্রাপ্তি সহজতর করার জন্য কমিটির পরবর্তী সভায় থানার নারী ও শিশু হেল্প ডেক্স কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এ্যাডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ও পটিয়া স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ফেরদৌস আহম্মদ। তাকে সহযোগিতা করেন, উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম।
সভায় উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল হোসেন, কেলিশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, দৈনিক প্রথম আলো পটিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া আকতার, বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া উপজেলার সম্পাদক মদিনা বেগম, সনাক-টিআইবির সহ-সভাপতি শিলা দাস, , তারনা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সোলায়মান, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটিয়া স্টুডেন্ট ফোরামের সদস্য তৈয়বা জান্নাত অংশগ্রহণ করেন।
উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভূমিকা পালন করছে।
এসসি/সিটিজিনিউজ