পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

 

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় জেলার দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাদ (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় শাহীন ও জীবন নামে আরও দু’জন আহত হন। বৃহস্পতিবার জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কৃষিখামার ধরধরা সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ইশাদ দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার কুরবান আলীর ছেলে এবং জমিরউদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

আহতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার রাজু ইসলামের ছেলে শাহীন (২৫) ও একই এলাকার সামিনুরের ছেলে জীবন (১০)।

দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, ইশাদসহ তার দুই প্রতিবেশী শাহীন ও জীবন মোটরসাইকেলে করে সোনাহার এলাকায় ঘুরতে যাচ্ছিল। দেবীগঞ্জ-সোনাহার সড়কের কৃষিখামারের ধরধরা সেতু এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। তিনজনই সড়কে ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহিন ও জীবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts