পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

 

পঞ্চগড় প্রতিনিধি।
অমর একুশে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে জেলার বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের সাংস্কৃতিক মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিনামুল্যে বিতরণ করা হয়।
বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইলচেয়ার বিতরণ করেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধি ডা.খায়রুল হাসান সিফাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল ও বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts