পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহাদাত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ৪নং ওয়ার্ডের কাজলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহদাত একই গ্রামের সুমন ইসলামের ছেলে। তার বয়স সাড়ে ৩ বছর।

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মমিন বলেন, দুপুরের পর শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে তার দাদি রহিলা খাতুনের সাথে মাঠে ছাগল বাধতে যায়। এদিকে শিশুটি তার দাদিকে মাঠে রেখে একায় বাড়ি ফিরছিল। একসময় বাড়ির ১০০ ফিট কাছে পৌঁছালে পুকুরের পাশ দিয়ে হাঁটতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।

তিনি আরও বলেন, বেশ কিছু সময় পর দাদী বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুঁজতে গেলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Explore More Districts