পঞ্চগড়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কেটেছে শৈত্যপ্রবাহের প্রভাব। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় তাপমাত্রা ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে ১২ ডিগ্রি সেলসিয়াসে এ এসেছে। শীতের তীব্রতা কমায় জন জীবনে স্বস্তি নেমেছে। সাধারণ মানুষের মধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্যতা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিছু দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল থেকে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এভাবে মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে জানান তিনি।
এদিকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দুই দিন মৃদু শৈত্যপ্রবাহের পর ভোরে আকাশে মেঘ জমে থাকতে দেখা যায়। তবে মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে সূর্য।
স্থানীয়রা জানান, জানুয়ারি মাসের শুরুতে যে শীতের তীব্রতা ছিল তা এখন কমে গেছে । সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কনকনে শীত অনুভব হলেও সূর্য উঠে যাওয়ায় স্বস্তি মিলেছে। কাজ করতে সমস্যা হচ্ছে না।
তবে শীতের কারণে বেড়েছে ডায়রিয়া নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন রোগ। বৃদ্ধ ও শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছেন বেশি । শীতজনিত এসব রোগে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে ভিড় করছেন লোকজন।