পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ফের ৯ ডিগ্রিতে

পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ফের ৯ ডিগ্রিতে

পৌষের শীতে কাঁপছে উত্তরাঞ্চল। কয়েকদিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আবারও ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

তবে ভোর থেকে দেখা গেছে ঝলমলে রোদ। রাতভর তাপমাত্রা যেন জিরো ডিগ্রিতে নেমে আসে এমনটাই জানিয়েছেন এ অঞ্চলের স্থানীয়রা। সকালে ঝলমলে রোদ হওয়ায় কাজ কর্মে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। আজ বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবারও তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

Explore More Districts