নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন | Narailkantho-Latest Bangla News & Entertainment…

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন | Narailkantho-Latest Bangla News & Entertainment…




নড়াইল: নড়াইলে ৫২ বোতল ফেনসিডিল রাখার দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মো. আলি হোসেন সরদার (৩০) ও মো. মিঠু মোড়ল (২৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ আগস্ট নড়াইল সদরের আফরা চৌরাস্তায় যানবাহনে তল্লাশিকালে একটি নম্বরবিহীন মোটরসাইকেল থামায় পুলিশ। এসময় মোটরসাইকেলের সিটের নিচ ও সাইড কাভার থেকে ৫২ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এসময় ওই মোটরসাইকেলে থাকা আলি হোসেন ও মিঠু মোড়লকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় ওই রাতেই নড়াইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি ও নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।





Explore More Districts