স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলায় পৈত্রিক বাড়ির এলাকায় শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রায় দুই হাজার গরিব ও দুস্থ মানুষের মাঝে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। পরে লোহাগড়ায় মধুমতী নদীর ওপর নির্মাণাধীন রেল প্রকল্প ও মধুমতী সেনাক্যাম্প পরিদর্শন করেন।
শীতবস্ত্র বিতরণ ও রেল প্রকল্প পরিদর্শনের সময়ে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার ও পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘করফা গ্রাম আমার পৈত্রিক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময়ে এখানে আমি ছিলাম।’ তিনি বলেন, ‘সারাদেশে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলছে। এ সময়ে আমরা জনগণের কাছাকাছি আসি। শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। তার অংশ হিসেবে এ কার্যক্রম।’