নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ শুরু 

নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ শুরু 

২ June ২০২৫ Monday ১২:৪০:৩৭ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ শুরু 

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ ভেঙে নাচনাপাড়া, কাঠালতলী ও চরদুয়ানী সংযোগ সড়কে চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী পোল নির্মাণ শুরু হয়েছে। 

নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনার উদ্যোগে রোববার (১ জুন) নির্মাণকাজ শুরু করা হয়। 

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি (২৯ মে) গভীর রাতে উপকূল অতিক্রম করেছে। এতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙে যায়। 

জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশ ভেঙে প্রায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো- মানিকখালী, নাচনাপাড়া, জ্ঞানপাড়া, উত্তর কাঠালতলী, কেরামতপুর ও পুটিমারা। এতে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।  

স্থানীয়রা অভিযোগ করেন, গত বছরের ৮ আগস্ট মানিকখালি গ্রামের কিছু সংখ্যক মানুষ বেড়িবাঁধের একটি অংশ পানি সংকট নিরসনের জন্য কেটে ফেলে। পরে স্থানীয় জনগণের দাবির কারণে এবং প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। উপজেলা কাকচিড়া ইউনিয়নের রাজু মিয়া নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মেরামতের কাজ পেয়ে মাটির কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ রাখেন। নিম্নচাপের কারণে অসমাপ্ত কাজের জায়গায় পানির চাপে আবার ভেঙে যায়।  

এ ব্যাপারে নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেক ঘর-বাড়ি তলিয়ে গেছে ও দুই পাড়ের মানুষের চলাচলের ব্যাপক ভোগান্তি হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই। 

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন পান্না বলেন, বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও স্থানীয়রা মিলে চলাচলের জন্য একটি অস্থায়ী পোল নির্মাণ করছে। এতে নৌবাহিনী আমাদের যথেষ্ট সহায়তা করেছে তাদের ধন্যবাদ ও জানান তিনি। 

এ ব্যাপারে লে. সৈয়দ মাসরুর সালেকিন মারুফ বলেন, ২৯ মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে পড়ে, ফলে এই এলাকার ৫টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জন দুর্ভোগের সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন এর সহোযোগিতায় বেড়িবাঁধ সংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণ এর কাজ করা হচ্ছে।  

তিনি আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম করছে এবং সবসময় অব্যাহত থাকবে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts