নৌকার প্রচারণা পথসভায় খিচুরি আয়োজন করায় অর্থদণ্ড

নৌকার প্রচারণা পথসভায় খিচুরি আয়োজন করায় অর্থদণ্ড

নৌকার প্রচারণা পথসভায় খিচুরি আয়োজন করায় অর্থদণ্ড

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ-২ আসনের কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি নৌকা প্রতীকের প্রচারণা সভায় কর্মী সমর্থকদের জন্য বাবুল হোসেন ভুট্টু (৫৪) খিচুরি (খাদ্য সামগ্রী) আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করায় ৮’শ প্যাকেট খিচুরি জব্দসহ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বধুবার (২৭ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে আঙ্গারিয়া বেপারি পাড়া মহল্লায় বাবুল হোসেন ভুট্রু’র বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানা পুলিশ উপ-পরিদর্শক মো.শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে রেভিনিউ কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, টহল দেয়ার সময় বিষয়টি তার নজরে আসে। পরে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় আচরণ বিধি লঙ্ঘনে ১০(চ) ও ১৮/১ ধারায় ৮’শ প্যাকেট খিচুরি জব্দ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড নগদ আদায় করা হয়। জব্দকৃত খিচুরি প্যাকেটগুলি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এটাই প্রথম অর্থদণ্ড।

ওশিন

Explore More Districts