নোয়াখালীতে ২৪ঘন্টায় করোনা শনাক্ত আরও ২৯২

নোয়াখালীতে ২৪ঘন্টায় করোনা শনাক্ত আরও ২৯২

নোয়াখালীতে ২৪ঘন্টায় করোনা শনাক্ত আরও ২৯২

দৈনিক নোয়াখালীবার্তা | ৯ আগস্ট, ২০২১ | ১৫:৪১ অপরাহ্ণ |আপডেট: ৯ আগস্ট, ২০২১ | ১৫:৪১

নোয়াখালীতে ২৪ঘন্টায় করোনা শনাক্ত আরও ২৯২

ষ্টাফ রিপোর্টার :  নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগামী। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। ৮৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২১ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।
এর মধ্যে সদর উপজেলায় মৃত্যুবরণ করেন ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৬ জন, সেনবাগে ২৭ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৮ জন, সুবর্ণচরে ৯ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৫১ জন,সোনাইমুড়ীতে ৫৫ জন,চাটখিল ২৯ জন, সেনবাগ ১৭ জন, কোম্পানীগঞ্জ ৩৩ জন, কবিরহাটে ১৭ জন রয়েছেন।
এছাড়াও সুস্থ হয়েছেন ১১ হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৪শতাংশ।
বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৫ জন।

Please follow and like us:



Post Views:

Explore More Districts