নোয়াখালীতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নোয়াখালীতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

পদ্মা সেতুর উদ্বোধন

নোয়াখালীতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

দৈনিক নোয়াখালীবার্তা | ২৫ জুন, ২০২২ | ১৩:৪৫ অপরাহ্ণ |আপডেট: ২৫ জুন, ২০২২ | ১৩:৪৫

নোয়াখালীতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীতে আনন্দ র‌্যালি, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশ বাজি বিষ্ফোরণ ঘটিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপন করা হয়েছে। শনিবার (২৫ জুন) বিকালে জেলা শহরের আবদুল মালেক উকিল প্রধান সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি বের করেছে জেলা আওয়ামী লীগ। র‌্যালিটি শহরের সিনেমা হল থেকে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত সড়ক পদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য অংশ নেন।

এদিকে, সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ছাদে আতশ বাজি বিষ্ফোরণের আয়োজন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

Please follow and like us:



Post Views:

Explore More Districts