সিলেটর কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী খাসিয়া-জৈন্তা মেঘালয় পাহাড়ের পাদদেশে বয়ে গেছে লোভাছড়া নদী। সিলেট শহর থেকে এলাকাটির দূরত্ব ৫৬ কিলোমিটার। আকাশ, পাহাড় আর মেঘের মিতালিতে প্রতি মুহূর্তে রূপ বদলায় লোভাছড়া। কখনো আলোয় উজ্জ্বল তো, পরক্ষণেই পাহাড়ের কোলে আশ্রয় নেওয়া কালো মেঘ থেকে নামে বৃষ্টি। এখানকার প্রাকৃতিক দৃশ্যে সারা বছরই চোখ জুড়ায়। তবে বর্ষায় এর রূপ এককথায় নৈসর্গিক। অপরূপ লোভাছড়া নিয়ে এবারের ছবির গল্প।
